ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চারজনের গানের দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
চারজনের গানের দল (বাঁ থেকে) জে কে, রাফাত, এফ এ সুমন ও গাজী আবদুল্লাহ আল মাহমুদ

‘সবার জন্য বাংলা গান’ শ্লোগানকে বুকে ধারন করে একদল সংগীতপ্রেমী মানুষ গড়ে তোলেছে একটি ব্যান্ডদল। নাম ‘গানের দল’।

সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জে কে, এফ এ সুমন, রাফাত ও গাজী আবদুল্লাহ আল মাহমুদের হাত ধরে গত বছরের নভেম্বরে গড়ে উঠেছে এই ব্যান্ডটি।

এই প্রসঙ্গে রাফাত বাংলানিউজকে বলেন, ‘বাংলা গানকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা লক্ষে আমরা এই ব্যন্ড দলটি গড়েছি। আমাদের এই গানের দলের সঙ্গে যে কোনো শিল্পী ইচ্ছে করলে গান করতে পারবে। আমরা শুরু নিজেদের জন্য কাজ করব না। অন্য শিল্পীদের জন্যও কাজ করব। ’

অন্যদিকে জে কে বলেন,‘শিল্পীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করা জন্য আমাদের এই ব্যন্ডটি গড়ে তোলেছি। পাশাপাশি  প্রতি বছর দুইটি অ্যালবাম প্রকাশের চেষ্টা থাকবে। ’

আগামী পহেলা বৈশাখে গানের দলের প্রথম অ্যালবাম প্রকাশ এবং এখানে মোট সাতটি গান স্থান পাবে বলে জানিয়েছেন দলের আরেক সদস্য এফ এ সুমন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ১ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।