ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিতর্ককে সঙ্গী করে এলো ‘কসমিক সেক্স’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বিতর্ককে সঙ্গী করে এলো ‘কসমিক সেক্স’ দৃশ্য : ‘কসমিক সেক্স’

কোনও প্রেক্ষাগৃহে নয়, অনলাইনে মুক্তি পেলো ওপার বাংলার বিতর্কিত ছবি ‘কসমিক সেক্স’। ১ ফেব্রুয়ারি থেকে www.cosmicsex.in  ওয়েবসাইটে গিয়ে ও ডাউনলোড করে দেখা এটি।

দেহতত্ত্বের মতো জটিল বিষয়কে সহজ করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে এতে। এর আগে কিউ পরিচালিত ‘গান্ডু’ অনলাইনে মুক্তি পাওয়ার পর সোরগোল পড়ে গিয়েছিলো।

পুতুল মাহমুদের প্রয়োজনায় ছবিটি পরিচালনা করেছেন অমিতাভ চক্রবর্তী। এর আগে বাংলার ফকিরদের নিয়ে 'বিশার ব্লুজ' তথ্যচিত্রটি নির্মাণ করে প্রশংসিত হন তিনি। দেহতত্ত্বের গূঢ় সাধনবস্তু নিয়ে নির্মিত তার এবারের ছবিতে আপত্তিকর বেশকিছু দৃশ্য রয়েছে। ট্রেলার উন্মুক্ত হওয়ার পর এসব দৃশ্য দেখে বিতর্কের সৃষ্টি হয়।


‘কসমিক সেক্স’-এ দেখা যায়, বাউলদের ঈশ্বর সাধনার এক অধ্যায় দেহসাধনাও৷ শরীরই এখানে সাধনক্ষেত্র৷ শরীরই যৌনতা অতিক্রম করে পৌঁছে দিতে পারে আধ্ম্যাতিকতায়৷ যৌনতা আর আধ্যাত্মিকতার মধ্যে সেতুর মতো আছে এই দর্শন৷ সাধারণের কাছে তা সহজবোধ্য নয়, এতটাই গোপন ও জটিল সে তত্ত্ব৷ অজ্ঞতার কারণেই অনেকের কাছেই যৌনতা ও এই সাধন সমার্থক হয়ে ওঠে৷ এই জটিল তত্ত্বকেই ছবিতে তুলে এনেছেন পরিচালক৷

ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, ঋ, আয়ুষ্মান মিত্র, মুরারী মুখোপাধ্যায়, পাপিয়া ঘোষাল প্রমুখ। তাদের মধ্যে ‘গান্ডু’র মতো এ ছবিতেও লজ্জা না ঢেকেই ক্যামেরার সামনে এসেছেন ঋ। ছবিটিতে অভিনয়ের সুবাদে ওসিয়ান সিনেফ্যান ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি।

ওপার বাংলায় ছবির মুক্তি নিয়ে নানা পরীক্ষা-নীরিক্ষা চলছে৷ কিছুদিন আগে প্রেক্ষাগৃহের আগে টেলিভিশনে মুক্তি পায় অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ছবি ‘একলা চলো’৷

বাংলাদেশ সময় : ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।