ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩

কবরীকে আজীবন সম্মাননা, সেরা অভিনেত্রী মৌসুমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
কবরীকে আজীবন সম্মাননা, সেরা অভিনেত্রী মৌসুমী কবরী সারোয়ার ও মৌসুমী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ প্রতিযোগিতায় মোট ২৮টি শাখায় পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে দেশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য কবরী সারোয়ার।



আর ‘দেবদাস’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পাচ্ছেন সুঅভিনেত্রী মৌসুমী। এ ছাড়া গাজী রাকায়েত পরিচালিত ‘ম‍ৃত্তিকা মায়া’ ছবিটি বেশকিছু শাখায় পুরস্কার পেতে যাচ্ছে বলে ‍একটি বিশেষ সূত্র বাংলানিউজকে জানান।

বিশ্বস্ত সূত্রে যে ক’টি পুরস্কারের নাম নিশ্চিত হওয়া গেছে তা হলো- শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ অভিনেতা তিতাস (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, শ্রেষ্ঠ গায়ক চন্দন সিনহা (আমি নি:স্ব হয়ে যাবো, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী)।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।