ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনলাইনে ২৪ ঘণ্টা ‘আর মিউজিক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
অনলাইনে ২৪ ঘণ্টা ‘আর মিউজিক’

সংগীতপ্রেমীদের জন্য চালু হলো ২৪ ঘণ্টার অনলাইলন টিভি ‘আরটিভি মিউজিক টেলিভিশন’ (আর মিউজিক)। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরটিভি ভবনে এর উদ্বোধন করা হয়।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে এই চ্যানেলের অনুষ্ঠান। এজন্য লগ-ইন করতে হবে www.rtvmusic.tv । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরটিভির অনুষ্ঠান ব্যবস্থাপক সৈয়দ সাবাব আলী আরজু।

আরটিভির প্রধান নির্বাহী কমকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের সংগীতপ্রিয় দর্শকদের জন্য নিরবিচ্ছিন্ন একটি মিউজিক চ্যানেল আমরা দীর্ঘদিন ধরেই উপলব্ধি করছি। সেই প্রত্যাশার ফসল আরটিভি মিউজিক টেলিভিশন। ’

আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু তার বক্তব্যে বলেন, ‘এখন স্মার্ট মোবাইল ফোন থাকলে বিশ্বের সব খবর মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে। এই প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টা দর্শকদের সঙ্গে থাকতে চায় আরটিভি। এরই ধারাবাহিকতায় উদ্বোধন হলো ‘আরটিভি মিউজিক চ্যানেল’।

বাংলাদেশ সময় : ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।