ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফাগুনে ‘মনে লেগেছে রঙ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ফাগুনে ‘মনে লেগেছে রঙ’ সাদি মহম্মদ

হতাশা আর বেদনার চিহ্ন মুছে দিতেই ঋতু রাজ বসন্ত ফিরে আসে বার বার। কিছুদিন পরেই  পহেলা ফাগুনের আগমণ ঘটছে।

আর এ ফাগুনে চ্যানেল নাইনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘মনে লেগেছে রঙ’।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঋতু রাজ বসন্তকে নিয়ে রচনা করেছেন অনেক গান। সেগুলো  থেকে এ অনুষ্ঠানে সাদি মহম্মদের পরিবেশনায় থাকবে একটি গান। এছাড়া ইয়াসমীন মুস্তারীর পরিবেশনায় থাকছে নজরুলের গান।

এছাড়া বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সাম্পানে বসন্ত বাতাসে ভর করে সেলিম চৌধুরীর গাওয়া ‘বসন্ত বাতাসে’ গানটি থাকছে। আরো থাকছে মৌটুসীর গাওয়া একটি চলচ্চিত্রের গান।


রুহুল তাপস এর পরিচালনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন দীপা। চ্যানেল নাইনে ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রচার হবে সংগীতা অনুষ্ঠান ‘মনের লেগেছে রঙ’।



বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।