ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারে খালি হাতে ফিরবে না কেউ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
অস্কারে খালি হাতে ফিরবে না কেউ!

অস্কারের প্রতিটি শাখায় মনোনয়ন পান একাধিক শিল্পী। কিন্তু সোনার মূর্তি জোটে একজনের কপালে।

তবে এবারের অস্কারে মনোনীত অভিনয়শিল্পী ও পরিচালকদের কাউকেই খালি হাতে ফিরতে হবে না। প্রত্যেকেই উপহার হিসেবে পাচ্ছেন মনোরম প্রকৃতির পাশ দিয়ে ট্রেনে ভ্রমণ, এক বছর অল-অডি এ৪ ভাড়া নেওয়ার সুযোগ।  

 

এ ছাড়া মন পড়ে দেখার কৌশলে অংশ নিয়ে ২০ হাজার মার্কিন ডলার করে পাবেন মনোনীত সব অভিনয়শিল্পী ও পরিচালকরা। লেখিকা অলেসিয়া ক্যান্টর তারকাদের কাছে গিয়ে তাদের স্বপ্ন ও রাশি বিশ্লেষণ করে এই সেশন পরিচালনা করবেন। এই সুযোগে মানুষের মন পড়ে ফেলার কৌশলও শিখে ফেলবেন তারকারা।  

 

আগামী ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারে ডলবি থিয়েটার বসবে অস্কারের ৮৭তম আসর।  

 

বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।