বাংলাদেশের আতিথেয়তায় বরাবরই মুগ্ধ হওয়ার মতো, এবারও সেই অনুভূতিতে আচ্ছন্ন ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ ও দেব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১৯ ফেব্রুয়ারি রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আসেন তারা।
হোটেলে পৌঁছে দেব ফেসবুক পেজে বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘মাত্রই ঢাকায় পা রাখলাম। আহ্, কী উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা! এর তুলনা হয় না। সত্যিই এখানকার মানুষদের প্রতি কৃতজ্ঞতায় নতজানু হয়ে যেতে চাইছে মন!’
অভিনেতা পরিচয়ের গন্ডি ছাপিয়ে দেব এখন একজন সাংসদও। ভারত-বাংলাদেশের পতাকাসংবলিত একটি স্মারক উপহার হিসেবে পেয়েছেন তিনি। সেটাও ফেসবুক পেজে দিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা।
শনিবার প্রসেনজিৎ ও দেব বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও কেন্দ্রূীয় শহীদ মিনার প্রদর্শন করেন। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা বৈঠক করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫