ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২২ ফেব্রুয়ারি শিল্পকলায় একশ’ বস্তা চাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
২২ ফেব্রুয়ারি শিল্পকলায় একশ’ বস্তা চাল ‘একশ বস্তা চাল’ নাটকের দৃশ্য

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ প্রযোজনার নাটক ‘একশ বস্তা চাল’। ২২ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে।

 

১৬০ বছর পূর্বের জাপানের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তখনকার সামুরাইদের ওপর ইয়োজো ইয়ামামোতো রচিত নাটক ‘একশ বস্তা চাল’ নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। এ নাটকে অভিনয় করেছেন ফয়েজ জহির, জুনায়েদ ইউসুফ, সেতু, গোলাম শাহারিয়ার সিক্ত, পিয়া প্রমুখ।


২০০৭ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে নাটকটির এ পর্যন্ত ৭০টি প্রদর্শনী হয়েছে। এটি 'উচিমুরা’ ও  'কোমেহিয়াপ্পিয়ো' নামে দুটি আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে।

 

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।