ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আরজে নিশোর জীবন বর্ণ বিবর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
আরজে নিশোর জীবন বর্ণ বিবর্ণ ‘বর্ণ বিবর্ণ’ নাটকে আরজে ভূমিকায় আরফান নিশো

আরজে হিসেবে একটি রেডিও স্টেশনে কাজ করছেন বর্ণ। কিন্তু তার জীবনে কোনো এক কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে।

জীবন হয়ে যাচ্ছে বর্ণ বিবর্ণ। বেসরকারি টেলিভিশন আরটিভিতে শুরু হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ধারাবাহিক নাটক ‘অনাকাঙ্খিত সত্য’। শ্রাবণী ফেরদৌসের রচনায় এবং ডি.এ তায়েব এর পরিচালনায় এ নাটকের পর্ব পরিচালনা করছেন শুভ্র খান।  

 

এখানে এবারের পর্বে আরজে বর্ণর ভূমিকায় অভিনয় করছেন আরফান নিশো ও সামিয়া সাঈদ। আরো বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন সোমা, মাহি, মিশু চৌধুরী, হিন্দোল রায় প্রমুখ।  

নিশো বাংলানিউজকে বলেন, ‘আরজে হিসেবে কাজ করতে গিয়ে অনেককে জীবনের নানা সমস্যার সমাধান দিতে থাকি। কিন্তু নিজের জীবনের বর্ণগুলোর বিবর্ণ হয়ে যায়। এখানে আমার চরিত্রের নাম বর্ণ। আশা করছি, এ পর্বটি সবার পছন্দ হবে। ’

 

৩৫ পর্ব প্রচার হওয়া এ নাটকের প্রতিটি পর্বের গল্প আলাদা। আরটিভিতে ৫ মার্চ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নতুন এক গল্প।  

 

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।