ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নারী দিবসে শিমূল ইউসুফকে সম্মাননা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
নারী দিবসে শিমূল ইউসুফকে সম্মাননা শিমূল ইউসুফ

তিনি মঞ্চকুসুম। ঢাকা থিয়েটারের অবিচ্ছেদ্য অংশ।

মঞ্চে নারী নাট্যকর্মীদের আদর্শও। তাই এবারের আন্তর্জাতিক নারী দিবসে শিমূল ইউসুফকে সম্মাননা দেবে নাট্যসংগঠন স্বপ্নদল। আগামী ৮ মার্চ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এর আয়োজন করা হয়েছে। তার হাতে সম্মাননা-স্মারক তুলে দেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস।  

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’র বিশেষ মঞ্চায়ন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য অবলম্বনে গবেষণাগার নাট্যরীতিতে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। দীর্ঘ ৯ মাস পর নারী দিবস উপলক্ষে মঞ্চে আসছে ‘চিত্রাঙ্গদা’।

 

২০১২ সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। এর আগে ফেরদৌসী মজুমদার, লাকী ইনাম, নূনা আফরোজ, স্বপ্নদলের নারী নাট্যকর্মী এবং অন্যান্য নাট্যকর্মী মায়েদের আনুষ্ঠানিক সম্মাননা জানিয়েছে নাট্যদলটি।  

 

বাংলাদেশ সময় :  ১৬৪৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।