ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজধানীতে ইন্টার স্কুল রক ফেস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
রাজধানীতে ইন্টার স্কুল রক ফেস্ট

রাজধানীর স্কুলগুলোর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ইন্টার স্কুল রক ফেস্টিভাল-২০১৫’। আগামী ১৩ মার্চ দুপুর ২টায় উত্তরার এপিবিএন মাঠে শুরু হবে উৎসব।

ক্রিয়েটিভ ডেনের আয়োজনে এতে চারটি স্কুলের ব্যান্ড সংগীত পরিবেশন করবে। স্কুলগুলো হচ্ছে সেন্ট যোসেফ, স্কলাস্টিকা, ডিপিএস এসটিএস এবং দ্য আগা খান। অতিথি ব্যান্ড হিসেবে থাকছে শুন্য ও য-ফলা ব্যান্ডের পরিবেশনা।

আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রমিথিউস ব্যান্ডের কি-বোর্ড শিল্পী গাজী মুন্নাফ পল্লব বলেন, ‘গত বছরের নভেম্বর থেকে ইন্টার স্কুল রক ফেস্টিভ্যালের কার্যক্রম শুরু হয়। প্রাথমিক বাছাইয়ে এতে ১০টি স্কুল অংশ নেয়। পরে সেখান থেকে চারটি স্কুলকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। ’

বাংলাদেশ সময় : ১৪২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।