ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজধানীতে বসন্তের সংগীত সন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
রাজধানীতে বসন্তের সংগীত সন্ধ্যা

ঢাকা: রাজধানীতে বসন্তের সংগীত সন্ধ্যার আয়োজন করেছে সরগম সাংস্কৃতিক দল।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয় সরগম মিলনায়তনে এ সংগীত সন্ধ্যা
অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গীতিকার কে.জি মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী।

সরগম সম্পাদক কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।

সমবেত কণ্ঠে ‘আহা আজি এ বসন্তে’ রবীন্দ্র সংগীতটি পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে ‘বসন্তে ফুল গাঁথলো’ ও জাতীয় সংগীত পরিবেশিত হয়।

এরপরই মোসলেমা মির্জা ধরেন ‘বনের বসন্ত এলো এলো রে’ ও ‘বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না’। একে একে সংগীত পরিবেশন করেন উল্কা হোসেন, স্বপন কুমার দাস, অর্পণা খান, শায়লা রহমান, শায়লা শারমিন, দেবাশীষ চক্রবর্তী, জাহিদ হোসেন। সবশেষে সাবিনা লাকি পরিবেশন করেন লোকগীতি ‘বসন্ত বাতাসে সইগো’ ও ‘মরার কোকিলে’।

অনুষ্ঠানে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন, তবলায় সজল, গিটারে শান্ত ও কি-বোর্ডে আব্দুর রশিদ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।