ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
জেনে নিন কোথায় কী দৃশ্য : ‘বাঁদী-বান্দার রূপকথা’

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ১৪ মার্চ রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

 

ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমী

* জাতীয় নাট্যশালা মূল মঞ্চ :  সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যনাট্য ‘বাঁদী-বান্দার রূপকথা’ সন্ধ্যা সাড়ে ৬টায়।

 


* পরীক্ষণ থিয়েটার হল :  বটতলার নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’ সন্ধ্যা ৭টায়। রচনা মুহাম্মদ বেন আবদাল্লা, অনুবাদ করেছেন সৌম্য সরকার, নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার।


* স্টুডিও থিয়েটার হল :  থিয়েট্রেক্সের নাটক ‘দক্ষিণা সুন্দরী’ সন্ধ্যা ৭টায়। লিখেছেন শাহমান মৈশান, নির্দেশনায় সুদীপ চক্রবর্তী।

* জাতীয় নাট্যশালা লবি :  বিখ্যাত নাট্যকারদের প্রতিকৃতি প্রদর্শনী বিকেল ৪টা থেকে।  

 

মঞ্চ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তন : নান্দীমুখ নাট্যত্রয়ী। ভারতের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘তৃতীয় আরেকজন’ সন্ধ্যা ৭টায়। লিখেছেন সমীর দাশগুপ্ত, নির্দেশনা দিয়েছেন কিশোর সেনগুপ্ত।

 

টেলিভিশন

এটিএন বাংলা : এ কে সোহেল পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’ বিকেল ৩টা ১০ মিনিটে। অভিনয়ে ফেরদৌস, শাবনূর, আলমগীর ও ববিতা। প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘সাতটি তারার তিমির’ রাত ১০টা ৫৫ মিনিটে। অভিনয়ে মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার। পরিচালনায় আফসানা মিমি ও রাকেশ বসু।


চ্যানেল আই :
মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ দুপুর ১টা ৫ মিনিটে। অভিনয়ে জয়ন্ত চট্রোপাধ্যায়, মাসুদ আখন্দ, কল্যাণ কোরইয়া, বন্যা মির্জা, শায়না আমিন, উপমা, শামীমা নাজনীন, জুয়েল রানা।

এনটিভি :  বিশ্বকাপ নিয়ে সরাসরি আয়োজন ‘ক্রিকেট চিয়ার’ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে তৌকীর আহমেদ, রওনক হাসান, কল্যাণ, নিলয়, বন্যা মির্জা, মৌসুমী নাগ, নওশীন, বাধঁন, স্বাগতা, রাইসুল ইসলাম আসাদ, দিতি, ডলি জহুর, লায়লা হাসান, চিত্রলেখা গুহ, কেএস ফিরোজ। একক নাটক ‘মতিনউদ্দীন যে কারণে ঢাকায় এসেছিলো’ রাত ৯টায়। অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, প্রভা, আশিক মুনির, শারমিন।

আরটিভি : আলাপচারিতার অনুষ্ঠান ‘লেট নাইট কফি’ রাত ১২টা ৫ মিনিটে। অতিথি চঞ্চল চৌধুরী।  


বাংলাভিশন :  
আলাপচারিতার অনুষ্ঠান ‘আমার আমি’ রাত ৯টা ৫ মিনিটে। অতিথি শশী ও আলভী। উপস্থাপনায় মুনমুন। হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি নিয়ে ‘লাল গোলাপ’ রাত ১১টা ২৫ মিনিটে।

মাছরাঙা টেলিভিশন :  ‘বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৩’ রাত ৯টায়। পরিবেশনায় পণ্ডিত উদয় ভাওয়ালকর। রাকিবুল আলমের উপস্থাপনায় ‘ওয়ার্ল্ড কাপ ম্যানিয়া’ রাত ১০টা ৩৫ মিনিটে।  

বৈশাখী টিভি : সংগীতানুষ্ঠান ‘মিউজিক ট্রেন’ রাত ৮টায়। পরিবেশনায় প্রীতম হাসান, উপস্থাপনায় সানিয়া সুলতানা লিজা।

চ্যানেল নাইন : টেলিছবি ‘নট অ্যা লাভ স্টোরি’ বিকেল ৩টায়। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ডা: এজাজ ও জেনি।  

এসএ টিভি : সরাসরি গানের অনুষ্ঠান ‘গহীনের গান’ রাত ১১টায়। পরিবেশনায় সুবীর নন্দী, দিলরুবা খান, ফেরদৌস আরা, ইন্দ্রমোহন রাজবংশী, সেলিম চৌধুরী, বাদশা বুলবুল, আলম আরা মিনু, দিনাত জাহান মুন্নী, আসিফ আকবর, চন্দনা মজুমদার, ডলি সায়ন্তনী, শফি মন্ডল, তানভীর আলম সজীব, তপন চৌধুরী, শফিউল আলম রাজা, রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, অনুপমা মুক্তি, বালাম, পলাশ, মৌটুসী, পারভেজ, ইবরার টিপু, দিঠি আনোয়ার, প্রিয়াংকা গোপ, আব্দুল লতিফ শাহ্, সন্দীপন, কিশোর, লিজা, আরিফ, নন্দিতা।  

 

চলচ্চিত্র

শওকত ওসমান মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগার :  আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন বিকেল ৪টায়।  

স্টার সিনেপ্লেক্স, পান্থপথ

* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (সকাল ১১টা, দুপুর ১টা ৩০, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।

* সিন্ডারেলা (সকাল ১১টা, দুপুর ১টা ৪৫, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)।

* চ্যাপি (সকাল ১১টা ১৫, দুপুর ২টা, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ২০)।

* কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস (দুপুর ১টা ৪০, সন্ধ্যা ৭টা ১০)।

* জিরো ডিগ্রী (সকাল ১০টা ৫০, বিকেল ৪টা ২০)।

 

ব্লকবাস্টার সিনেমাস

* দ্য হবিট : দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস থ্রিডি (দুপুর ২টা ২০, সন্ধ্যা ৬টা ৫০)।

* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা ৫০, বিকেল ৫টা ১০, সন্ধ্যা সাড়ে ৭টা)।

* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ২০, সন্ধ্যা ৭টা ৪০)।

* জিরো ডিগ্রি (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।

* টেকেন থ্রি (দুপুর ১টা ৪০, বিকেল ৪টা, বিকেল ৫টা ২০)।

* এক্সোডাস : গডস অ্যান্ড কিংস থ্রিডি (সন্ধ্যা সাড়ে ৬টা)।

* ডন টু (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।

* ইন্টারস্টেলার (বিকেল ৩টা ৪০)।

* কার্তুজ (বিকেল সাড়ে ৩টা)।

 

প্রদর্শনী

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান :  বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, ধানমন্ডি : কাইয়ুম চৌধুরীর মূল ড্রইংসমূহ নিয়ে রেখাচিত্র প্রদর্শনী ‘কালি ও কলমে কাইয়ুম চৌধুরীর রেখালেখ্য’ চলবে ৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

গ্যালারি কায়া, বাড়ি ২০, সড়ক ১৬, স্কেটর ৪, উত্তরা : দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘কন্টেম্পোরারিভাইবস’ চলবে ১৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা।

 

বাংলাদেশ সময় : ১২৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।