ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমানের অবদান ভোলেননি ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
সালমানের অবদান ভোলেননি ক্যাটরিনা

সালমান খানের সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করেছেন ক্যাটরিনা কাইফ। এ খবর কারও অজানা নয়।

আজও প্রাক্তন প্রেমিককে নিয়ে প্রশংসা ঝরে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর কণ্ঠে। তিনি মনে করেন, সল্লু না থাকলে বলিউডে তার পথচলাটা অনেক দুর্গম হতে পারতো। সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার ক্ষেত্রে সেই অবদান ভোলেননি ক্যাট।

ক্যাটরিনা এখন রণবীর কাপুরের প্রেমের সাম্পানে ভাসছেন বলেই জানে সবাই। হতেও পারে। তার ওপর গত বছরের নভেম্বরে ছোট বোন অর্পিতা খানের বিয়েতে সালমান বলেছিলেন, ‘তোমাকে সুযোগ দিয়েছিলাম খান হওয়ার, কিন্তু তুমি কাপুর হতে চাইলে!’ এ ঘটনাকে অপমান হিসেবে নেননি ক্যাট। বরং ৪৯ বছর বয়সী এই অভিনেতার উদারতার প্রশংসা করেছেন তিনি।

‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০১৫’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ক্যাটরিনা বলেছেন, ‘সালমান আমার জীবনের অনেকাংশ জুড়ে আছেন, থাকবেন। চলচ্চিত্রাঙ্গনে আমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও তার অবদান অনেক। তিনি, তার মা-বাবা আর বোনেরা আমার খুব ভালো বন্ধু। তারা চমৎকার মানুষ। আমার দেখা সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি তারাই। সালমান বিস্ময়কর একজন মানুষ। তার তুলনা হয় না। সালমানের মতো খুব বেশি মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। তাকে ছাড়া আমি এতোটা পথ পাড়ি দিতে পারতাম না। ’


তিনি আরও বলেন, তার পরিবার এবং বোন আমার অনেক ভালো বন্ধু। তারা খুব ভালো মানুষ। আমার দেখা মানুষের মাঝে তারা সবচাইতে সম্মানিত ব্যক্তি। ক্যাটরিনা আরও জানান, আমি অনেক মানুষের সাথে মেলামেশা করেছি কিন্তু সালমান খানের মতো কাউকে দেখিনি। আমি মনে করি তাকে ছাড়া আমার জীবনের চলার পথটা কঠিন হতো। ’


সালমানের জনদরদি দিকটির কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন ক্যাটরিনা। প্রতিদিনই তিনি অন্যকে সহযোগিতা করে চলেন, মেশেন বন্ধুর মতো। ক্যাট বলেন, ‘যদি চলতি পথে সালমানের সঙ্গে সাধারণ কোনো মানুষের দেখা হয়ে যায় তাহলে কথা বলার জন্য সংকোচ না থাকলেই চলে। তিনি সানন্দে আড্ডায় মেতে উঠতে পারেন। সালমান সত্যিকার অর্থেই মানুষের জন্য মানুষ। ’

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।