ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দীপিকার ‘লিভ লাফ লাভ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
দীপিকার ‘লিভ লাফ লাভ’ দীপিকা পাড়ুকোন

মানসিক স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন চালুর সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাড়ুকোন। এর নাম রাখা হয়েছে ‘লিভ লাফ লাভ’।

এই নাম নিবন্ধনও করে ফেলেছেন তিনি। মানসিক চাপে ভুগতে থাকা মানুষদের জন্য বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে মেডিক্যাল সহায়তা কতোটা প্রয়োজনীয় সে ব্যাপারে কাজ করতে চান ভারতীয় এই অভিনেত্রী।

২১ মার্চ থেকে দীপিকার ফাউন্ডেশনের কাজ শুরু হবে। কারণ গত বছর এই দিনেই মা উজালার জোরাজুরিতে বেঙ্গালুরুর এক মনোবিদের শরণাপন্ন হয়েছিলেন তিনি। সে সময় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির দৃশ্যধারণ চলছিলো। তখন বিষণ্নতায় ভোগার খবর প্রকাশ্যে আনেন তিনি। তার মতো বলিউডের প্রথম সারির তারকা মনের উথাল-পাথাল অবস্থা জানানোর কারণে থমকে যান অনেকে। তবে কেউ কেউ তার এ স্বীকারোক্তির প্রশংসা করেছেন।

জানা গেছে, দীপিকার মতো জনপ্রিয় তারকার দেখাদেখি উদ্বেগ আর বিষণ্নতার ব্যাপারে কথা বলার সাহস পেয়েছেন অনেকে। এমন সাড়া পেয়েই স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনটি গড়ে তুলছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার দিকটিকে উদ্বুদ্ধ করাই হবে তার ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।