ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্ষুদে গানরাজ রাজশাহী বিভাগের অডিশন ২৭ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
ক্ষুদে গানরাজ রাজশাহী বিভাগের অডিশন ২৭ মার্চ

রাজশাহী: বুস্টার এনার্জি বিস্কুট চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৫ রাজশাহী বিভাগের প্রাথমিক অডিশন আগামী শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ মার্চ) আয়োজক পক্ষ অডিশনের বিষয়টি জানায়।



রাজশাহী বিভাগ থেকে যেসব ক্ষুদে শিল্পী রেজিস্ট্রেশন করেছে, তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে শুক্রবার সকাল ৮টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সেইসঙ্গে ক্ষুদে গানরাজ-২০১৫ তে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি, তারা ওইদিন রেজিস্ট্রেশন করে অডিশন দিতে পারবে।

ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন সিটি, চট্টগ্রাম বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগের প্রাথমিক অডিশন শেষ হয়েছে।

ক্ষুদে গানরাজ-২০১৫ প্রতি শুক্রবার ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিট শুধুমাত্র চ্যানেল আই-তে প্রচারিত হয়। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।