ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লন্ডনের হাউস অব কমন্সে রুনাকে সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
লন্ডনের হাউস অব কমন্সে রুনাকে সংবর্ধনা রুনা লায়লা/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রুনা লায়লার প্রাপ্তির ঘরে যুক্ত হচ্ছে আরেক সম্মাননা। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষহাউজ অব কমন্সে সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী।

ফেসবুকে বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

লন্ডনের  হাউস অব কমন্সে প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ-এশিয়ান এক শিল্পীর ফিউশন অ্যালবামের মোড়ক খুলবেন রুনা। বাংলাদেশ সময় আজ বুধবার (১ জুলাই) রাত ১২টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) শুরু হবে অনুষ্ঠান।

এ প্রসঙ্গে রুনা বলেন, ‘এটা আমার জন্য বড় পাওয়া। বাংলাদেশি হিসেবেও গর্বের ব্যাপার। এজন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। ’

গত মে মাসে দশ দিনের সংগীত সফরে যুক্তরাষ্ট্রে যান রুনা। এরপর থেকে তিনি লন্ডনেই আছেন। সেখানে তার একমাত্র কন্যাসন্তান তানি লায়লা, জামাতা আর দুই নাতি থাকেন। তিনি ঢাকায় ফিরবেন আগামী ১২ জুলাই।

বাংলাদেশ সময় : ১৩৫৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।