ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘চিত্রশিল্পী’ বাবাকে নিয়ে বিপাশা হায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
‘চিত্রশিল্পী’ বাবাকে নিয়ে বিপাশা হায়াত

অভিনেত্রী ছাড়াও বিপাশা হায়াত যে চিত্রশিল্পী, সে কথা জানে দর্শক। বিভিন্ন প্রদর্শনীতে দেখা যায় বিপাশার পেইন্টিং।

কিন্তু বাবা আবুল হায়াত? তিনিও কি তাই? হয়তো শখের বসে দু’একবার ক্যানভাসে তুলি ঘষেছেন। কিন্তু লম্বা ঘন চুল, কাঁচা-পাকা দাঁড়ির বহর নিয়ে পেশাদার চিত্রশিল্পী বনে যাবেন; তেমনটি আবুল হায়াত নিজেও ভাবেন না।

না ভাবলেও, তাই-ই হলো। যদিও নাটকে। পরিচালক গোলাম সোহরাব দোদুল এখনও নাটকটির নাম ঠিক করে উঠতে পারেননি! দৃশ্যায়ন কিন্তু শেষ। ঈদে কোন চ্যানেলে প্রচার হবে, সেটাও ঠিকঠাক।

চিত্রশিল্পী আবুল হায়াত থাকেন পুরনো, ভাঙা, মরচেধরা বাড়িতে। অন্য কোনো কিছু নয়, আঁকেন মৃতদের ছবি। জীবনের জটিল কিছু সংকটে পড়ে এলোমেলো বিপাশা হাজির হয় তার কাছে। এমনই নাটকটির কাহিনী। পুলিশের চরিত্রও আছে। সে চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন।

বিপাশা হায়াতকে এখন অভিনয়ে দেখা যায় খুবই কম। মাঝে মধ্যে নিজের লেখা নাটকের হাজির হন। সে-ও বছরান্তে। বিপাশার নাটকের প্রতি দর্শকদের বাড়তি আগ্রহ তাই বরাবরই থাকে। এ নাটকটির প্রতিও সে আগ্রহ থাকবে, বিশ্বাস করেন পরিচালক দোদুল। এটি প্রচার হবে এবারের ঈদে, আরটিভিতে।

বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।