ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হোয়াটসঅ্যাপে সালমানের নামে অপপ্রচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
হোয়াটসঅ্যাপে সালমানের নামে অপপ্রচার সালমান খান

পুলিশের শরণাপন্ন হলেন সালমান খান। জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপে তার সম্পর্কে কুৎসা রটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বলিউডের এই অভিনেতা।



সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ঝড় তোলে সালমানের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিন শট। এতে সালমান লিখছেন, ‘আমার ছবি হিট হতে কোনো মুসলিম ভক্ত দরকার নেই। ’ কিন্তু তিনি জানান, এমন মেসেজ কাউকে পাঠাননি। ’ তার দাবি, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করছে। মর্যাদা ক্ষুণ্ণ করতে হোয়াটসঅ্যাপে তার মেসেজ বিকৃত করা হয়েছে।

মুম্বাই পুলিশের মুখপাত্র ডেপুটি কমিশনার অব পুলিশ ধনঞ্জয় কুলকার্নি জানান, অভিযোগটি খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চের সাইবার অপরাধ দমন শাখা।

আগামী ১৭ জুলাই মুক্তি পাবে সালমানের ‘বজরঙ্গি ভাইজান। এতে হিন্দু চরিত্র পবন কুমার চতুর্বেদির ভূমিকায় দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।