ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাবার স্মরণে শাফিন আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বাবার স্মরণে শাফিন আহমেদ শাফিন আহমেদ

প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের দুই ছেলে শাফিন আহমেদ ও হামিন আহমেদের বাবা কমল দাশগুপ্ত ছিলেন অসংখ্য শ্রুতিমধুর গানের কিংবদন্তি সুরকার । কাজী নজরুল ইসলামের স্নেহধন্য এই গুণী মানুষের জন্মদিবস আগামীকাল ২৮ জুলাই।

এ উপলক্ষে বাবার সুর করা গান গেয়েছেন শাফিন। অনুষ্ঠানে বাবাকে নিয়ে স্মৃতিচারণও করেছেন মাইলস ব্যান্ডের এই সংগীতশিল্পী।

অনুষ্ঠানের নাম 'এই কি গো শেষ দান'। এতে বাবার সুর করা 'তুমি কি এখন দেখিছো স্বপন', 'কতোদিন দেখিনি তোমায়', 'মেনেছি গো হার মেনেছি', 'দুটি পাখি দুটি তীরে', 'আমি বনফুল গো' গানগুলো গেয়েছেন শাফিন।

এর গবেষণা ও উপস্থাপনা করেছেন রুবায়েত রাকিব। বিটিভিতে এটি প্রচার হবে আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার ইংরেজি সংবাদের পর।



বাংলাদেশ সময় : ০০০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।