বলিউড অভিনেত্রীদের মধ্যে বিকিনি পরার মতো যুতসই শরীর আছে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজের। এ মন্তব্য সিদ্ধার্থ মালহোত্রার।
ওই অনুষ্ঠানে সিদ্ধার্থকে ‘শানদার’-এ তার কথিত প্রেমিকা আলিয়ার বিকিনি দৃশ্য নিয়ে প্রশ্ন করা হয়। তার মন্তব্যে আলিয়ার খুশি হওয়ার কারণ নেই। কেননা পাঁচ সেকেন্ডের ওই বিকিনি দৃশ্যে নিজেকে ঠিকঠাক তুলে ধরতে আলাদাভাবে প্রশিক্ষণ নিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।
![](files/August2015/August22/inner_Alia_Sidharth_298451910.jpg)
এদিকে আলিয়া জানিয়েছেন, ৩২ বছর বয়স হওয়ার আগে বিয়ে করবেন না। তাই সিদ্ধার্থর সঙ্গে তার বিয়ে দেখার জন্য আরও ১০ বছর অপেক্ষা করতে হবে। যদি প্রেমটা টেকে!
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বিএসকে/জেএইচ