২০১৫ সালের শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদক ঘোষণা করা হয়েছে। এ বছর পদক পাচ্ছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৬টায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এ দুই গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সৈয়দ সালাউদ্দিন জাকি।
পদকপ্রাপ্ত প্রত্যেক গুণীজনকে একটি ক্রেস্ট, উত্তরীয় এবং দশ হাজার টাকা প্রদান করা হবে বলে জানান শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ।
অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই নামে এই পদক প্রবর্তন করা হয়। ১৯৭১ সালের ৩০ আগস্ট পাক হানাদার বাহিনী কর্তৃক অপহৃত হন তিনি। এরপর আর ফিরে আসেননি। তাই প্রতি বছরের এই দিনটিকে তার অন্তর্ধান দিবস হিসেবে স্মরণ করা হয়।
বাংলাদেশ সময় : ২৩৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
জেএইচ