ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ছোটকাকু’ আফজাল এবার দিনাজপুরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
‘ছোটকাকু’ আফজাল এবার দিনাজপুরে আফজাল হোসেন

কক্সবাজার, রাজশাহী, সিলেট, সাতক্ষীরা, রাঙামাটি ঘুরে ছোটকাকুর এবারের গন্তব্য দিনাজপুর। সেখানে পৌঁছেও গেছেন তিনি।

শুরু হয়েছে মিশন। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ করেন আফজাল হোসেন। গত কয়েক ঈদে এ ধারাবাহিকটি প্রচার হচ্ছে। আফজাল হোসেন এতে ছোটকাকুর ভূমিকায় অভিনয়ও করেন।

এবারের গল্পের নাম ‘দিনদুপুরে দিনাজপুরে’। আজ (১ সেপ্টেম্বর) থেকে দৃশ্যধারণ শুরু হয়েছে। প্রথমদিন কাজ হয়েছে দিনাজপুরের রামসাগরে। সেখানে ছোটকাকুর রহস্য উদঘাটন চলবে আরও বেশ কয়েকদিন।

বরাবরের মতোই আফজাল হোসেনের সঙ্গে রয়েছেন নাজিয়া হক অর্ষা ও সীমান্ত। যুক্ত হয়েছেন মুনিয়া ইসলাম। আট পর্বের এ ধারাবাহিকটির চিত্রনাট্য আফজাল নিজেই লিখেছেন। প্রচার হবে আসছে কোরবানির ঈদে, চ্যানেল আইয়ে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।