সোহা আলি খান ও কুনাল খেমু ভালোবেসে ঘর বেঁধেছেন ছয় মাস হলো। সংসার জীবনটা সুখের হলেও এবার পর্দাযুদ্ধে নামতে হচ্ছে বলিউডের এ দুই তারকাকে।
বিয়ের পর এটি হবে সোহার প্রথম ছবি। নাম ‘থার্টি ফার্স্ট অক্টোবর’। এতে তার সহশিল্পী বীর দাস। এর গল্প ১৯৮৪ সালে সংঘটিত দাঙ্গা পরবর্তী সময়ে দিল্লিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার রাতে এক পরিবারকে ঘিরে। এটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শিবাজি লোতন পাতিল। অন্যদিকে ‘গুড্ডু কি গান’ নামের ছবিতে কুনালকে প্রেম করতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী পায়ের সরকারের সঙ্গে। এটি আগাগোড়া হাস্যরসে পূর্ণ।
একদিনে স্বামী-স্ত্রীর ছবি মুক্তির অপেক্ষায় থাকার ব্যাপারটি বলিউডে ব্যাপক আলোচিত হচ্ছে। যদিও এ নিয়ে খুব একটা চিন্তিত নন সোহা। কারণ তার মতে, দুটি দুই ধাঁচের ছবি। তাই লড়াইয়ের সুযোগ নেই বলে মনে করেন তিনি। বরং ব্যাপারটাতে উত্তেজনা দেখে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হচ্ছে ঘটনাটা উত্তেজনাপূর্ণই হবে। বিয়ে ছয় মাস হয়ে গেলো, এবার আমাদের একটু উত্তেজনা দরকার! ৩০ অক্টোবর আমার ছবি মুক্তির জন্য যুতসই সময়। কারণ এর নামে আছে ৩১ অক্টোবর! আমি ওকে নিয়ে কিংবা ওর ‘গুড্ডু কি গান’ নিয়ে ভীত নই। আমার মনে হয়, দুটি ছবি দেখার মতো প্রচুর দর্শক আছে। কারণ এগুলো বিপরীত ধাঁচের। ’
‘থার্টি ফার্স্ট অক্টোবর’-এর পর সোহা পর্দায় আসবেন ‘ঘায়েল টু’ ছবির মাধ্যমে। এটি মুক্তি পাবে আগামী ১৩ নভেম্বর। এতে তার সহশিল্পী সানি দেওল। অন্যদিকে কুনালের ‘ভাগ জনি’ মুক্তি পাবে চলতি মাসের শেষ সপ্তাহে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
জেএইচ