কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার- সবাই চট্টগ্রামে। সব মিলিয়ে ৩৩ জন শিল্পী।
এতে একক, দ্বৈত ও সম্মিলিত মিলিয়ে মোট ১৩টি গান দিয়ে। এগুলো গেয়েছেন সাব্বির, নিশিতা, রাশেদ, রন্টি দাস, সন্দীপন, বৃষ্টি মুৎসুদ্দী, মুনের মতো নবীন শিল্পীরা। গানগুলো সুর করেছেন ইফতেখারুল লেনিন, আরিয়ান, সাব্বির, রাশেদ, জীবক বড়ুয়া ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সংগীতায়োজনে ইফতেখারুল লেনিন, সাব্বির জামান ও অমিত চট্টোপাধ্যায়।
অ্যালবামটির সব গানের গীতিকার জীবক বড়ুয়া। তিনিই শুধু চট্টগ্রামের শিল্পী নিয়ে অ্যালবামটি সাজানোর উদ্যোগ নিয়েছেন। তিনি বললেন, ‘চট্টগ্রামের প্রতি আমাদের ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এ অ্যালবামটি করা। চট্টগ্রামের সঙ্গীত কলাকুশলীদের মধ্যে সময়ের আলোচিতদের একত্রিত করার পাশাপাশি নতুন প্রতিভাবানদের উৎসাহিত করতে চেয়েছি আমরা। আশা করি, চট্টগ্রামের প্রতিভাকে তুলে ধরার এই চেষ্টা, শ্রোতাদেরকে নতুন কিছু উপহার দেবে। ’
বাংলাদেশ সময় : ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
জেএইচ