ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নয়নের কথানির্ভর ‘অন্তঃপৃষ্ঠা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
নয়নের কথানির্ভর ‘অন্তঃপৃষ্ঠা’ আল মাসুদ নয়ন

অন্তঃপৃষ্ঠার শাব্দিক অর্থ ভেতরের পাতা। ভেতরের পাতা উন্মুক্ত করার প্রয়াসে গানের অ্যালবাম ‘অন্তঃপৃষ্ঠা’র কাজে হাত দিয়েছেন সাংবাদিক আল মাসুদ নয়ন।

গতানুগতিক ধারার বাইরে কথানির্ভর সুর সৃষ্টির চেষ্টায় ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত শিল্পী রিংকুর গানের স্টুডিও সম্পর্কতে এর কাজ চলছে।

বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে’তে আরজে হিসেবে কাজ করেন নয়ন। অনেকের কাছে আরজে নয়ন হিসেবে পরিচিত মানুষটি। তাই আরজে নয়ন হিসেবেই অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছেন তিনি। চলতি বছরের শেষের দিকে ‘অন্তঃপৃষ্ঠা’র মোড়ক উন্মোচনের পরিকল্পনা রয়েছে তার।

অ্যালবামটিতে ‘স্বপ্নীল প্রিয়া’, ‘আঁকাবাকা মন’, ‘ছবি’, ‘বলি বলি’, ‘আয় বালিকা’, ‘চাঁদ’, ‘প্রেম বৃন্দাবন’সহ বিভিন্ন শিরোনামের সাত-আটটি গান থাকছে। এর মধ্যে ‘স্বপ্নীল প্রিয়া’ গানটির মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে নয়নের। এগুলোর সংগীতে কাজ করছেন আতিক। গানের কথা এবং সুরারোপ করেছেন নয়ন রাজা (ছদ্মনাম)।

নয়ন জানালেন, পুরোপুরি নিজের উদ্যোগে অ্যালবামটির কাজ করছেন। তবে কেউ পৃষ্ঠপোষকতা করতে চাইলে আলোচনা করবেন তিনি।

সাংবাদিকতা মূল পেশা হলেও সাহিত্য, সংস্কৃতি এবং সংগীতে নয়নের অগাধ ভালোবাসা ছোটবেলা থেকেই। ২০০১ সালে আনন্দমোহন সরকারি কলেজে সম্মান শ্রেণীতে (জিওগ্রাফি) অধ্যয়নকালে সহপাঠীদের নিয়ে তিনি গড়ে তোলেন গায়েন ব্যান্ড। এই ব্যান্ডের ছবি নামের একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর দুটি গানে কন্ঠ দিয়েছেন আল মাসুদ নয়ন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।