ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বন্ধুত্বে, বিদায় বলে কিছু নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বন্ধুত্বে, বিদায় বলে কিছু নেই দিলীপ চক্রবর্তী

২০১২ সালের ১৭ সেপ্টেম্বর অকালে প্রাণ হারান অভিনয়শিল্পী দিলীপ চক্রবর্তী। আগামীকাল তার তৃতীয় প্রয়াণ দিবসে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং দেশ নাটক যৌথভাবে স্মরণ আলোচনা এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

এর শিরোনাম ‘বন্ধুত্বে, বিদায় বলে কিছু নেই’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (৬ষ্ঠ তলা) আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্মরণ করা হবে দিলীপকে। স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন দিলীপ চক্রবর্তীর বন্ধু ও সহকর্মী স্বজনরা। থাকবেন নাট্য নির্দেশক ইশরাত নিশাত, নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন এবং চলচ্চিত্র সংগঠক বেলায়াত হোসেন মামুন।

তার আগে বিকেল ৪টায় রয়েছে দিলীপ চক্রবর্তী অভিনীত ও প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত ‘অনিশ্চিত যাত্রা’ ছবির প্রদর্শনী। আর স্মরণের পর সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে দিলীপ চক্রবর্তী অভিনীত ও নোমান রবিন পরিচালিত ‘কমন জেণ্ডার-দ্য ফিল্ম’ ছবিটি।

বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।