দুই লাখ ৫০ হাজার পাউন্ড দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বাইক কিনলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। বাংলাদেশি টাকায় যা তিন কোটি।
‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ এবং ‘ফিউরি’তে অভিনয়ের পর থেকে ১৯৪০-এর দশকের বাইকের ওপর আকর্ষণ বাড়তে থাকে ৫১ বছর বয়সী এই অভিনেতার। নতুন বাইকটি তিন চাকার। ১৯৪২ সালে বাইকটি শেষবার ব্যবহার করা হয়েছিলো। মরুভূমি এবং পাহাড়ের মধ্যে যাতায়াতের জন্য এই ধরনের বাইক ব্যবহার করতো নাৎসিরা।
১৯৪৫ সালে নাৎসিরাই স্থানীয় এক নিলামে বিক্রি করে দেয় সেটি। সেখান থেকে ইয়ানিস নামে এক সংগ্রাহকের হাতে চলে যায় বাইকটি। সারা বিশ্বে মাত্র ৫০০টি এই ধরনের বাইক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বিএসকে