‘শুভ জন্মদিন’ ছাপিয়ে আয়োজনে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো একটাই স্লোগান ‘বিচার চাই’। সালমান শাহর মা নীলা চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে মুষ্ঠিবদ্ধ হাত তুলে স্লোগানে সামিল হলেন।
নীলা চৌধুরী বললেন সালমান শাহ যেদিন জন্ম নিয়েছিলো সে দিনের কথা। ‘আমার বলার কিছু ছিলো না’ গানটি সালমানের যে ভীষণ প্রিয় ছিলো, জানালেন সেটাও। এমনিভাবে পুরো আয়োজন জুড়ে, সবার বক্তব্যজুড়ে ব্যক্তি সালমান, নায়ক সালমান উঠে এলেন উজ্জল হয়ে।
গতকাল (১৯ সেপ্টেম্বর) ছিলো সালমান শাহর ৪৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিএফডিসি চত্বরে সালমান শাহ স্মৃতি পরিষদ আয়োজন করেছিলো স্মরণ অনুষ্ঠান। এসেছিলেন চিত্রনায়ক রুবেল, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহানসহ অনেকেই।
অনুষ্ঠানে দেওয়া হয় স্মৃতি পদক। জায়েদ খান, ববি, পিয়া বিপাশা, ভক্ত শাহিদা স্বর্ণাসহ অনেকের হাতে এই পদক তুলে দেন সালমান শাহর মা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন আগুন, প্রতীক হাসান, বেলাল খান ও সাবা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
কেবিএন