১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বাইয়ে কারিনা কাপুরের জন্ম। ওইদিন জন্মে যায় বলিউডের এক তারা! ২০ বছর পর চলচ্চিত্রের আকাশে ছড়িয়েছে সেই তারা।
আজ সোমবার কারিনার ৩৫তম জন্মদিন। এ উপলক্ষে বলিউড হাঙ্গামা ওয়েবসাইট তার অভিনীত সেরা ১০ ছবির তালিকা তৈরি করেছে। চলুন ফিরে দেখা যাক সেগুলো।
১. রিফিউজি (২০০০)
প্রথম ছবিতে কারিনা কাপুরের সহশিল্পী ছিলেন অভিষেক বচ্চন।
২. অশোকা (২০০১)
সন্তোষ শিবানের পরিচালনায় এ ছবিতে কারিনার নায়ক ছিলেন শাহরুখ খান।
৩. চামেলি (২০০৪)
সুধীর মিশ্র পরিচালিত এ ছবিটি কারিনাকে অভিনেত্রী হিসেবে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। এখানে তার সহশিল্পী ছিলেন রাহুল বোস।
৪. কাভি খুশি কাভি গাম (২০০১)
করণ জোহরের তারকাবহুল ছবিটিতে ঠিকই আলাদাভাবে নিজেকে চিনিয়েছেন কারিনা।
৫. দেব (২০০৪)
গোবিন্দ নিহালানির এ ছবিতে সব মিলিয়ে ২০ মিনিটের মতো উপস্থিতি আছে কারিনার। পুরোটা সময়ই রূপসজ্জা ছাড়া অভিনয় করে দর্শকের মন কেড়েছেন তিনি।
৬. যুবা (২০০৪)
মনিরত্নমের এ ছবিতেও তারকার মেলা! তবুও সব আকর্ষণ নিজের দিকেই টেনে নিতে পেরেছেন কারিনা।
৭. উই আর ফ্যামিলি (২০১০)
করণ জোহরের প্রযোজনায় এ ছবিতে কাজলের মতো অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন কারিনা।
৮. হিরোইন (২০১২)
মধুর ভান্ডারকরের এ ছবির বিষয়বস্তু এক নারী সুপারস্টারের জীবন। ঐশ্বরিয়া রাই বচ্চন বেরিয়ে যাওয়ার পর কারিনা কাপুর ছাড়া কারও কথা ভাবতেই পারেননি পরিচালক।
৯. ওমকারা (২০০৬)
উইলিয়াম শেক্সপিয়রের ‘ওথেলো’ অবলম্বনে নির্মিত বিশাল ভরদ্বাজের এ ছবিতে প্রেমে পাগল এক নারীর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন কারিনা।
১০. জব উই মিট (২০০৭)
ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবি কারিনার ক্যারিয়ারের অন্যতম সংযোজন। পাঞ্জাবি মেয়ে গীতের ভূমিকায় তার মতো এমন অভিনয় আর কেউই পারতেন না।
বাংলাদেশ সময় : ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেএইচ