ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বন্দরনগরীতে ‘মেঘমল্লার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
বন্দরনগরীতে ‘মেঘমল্লার’

জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘মেঘমল্লার’-এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। আগামী ৯ ও ১০ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউটে এটি দেখা যাবে প্রতিদিন সকাল ১১টা, বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায়।

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও ছবিটির পরিবেশনা সংস্থা বেঙ্গল ক্রিয়েশনসের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সরকারি অনুদান পাওয়া ছবিটির সঙ্গে যুক্ত হয় বেঙ্গল এন্টারটেইনমেন্ট। এটাই এ প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র। শহীদুজ্জামান সেলিম, অপর্ণার পাশাপামি এতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও মোশররফ করিম।

মুক্তিযুদ্ধের সময়কার তিন দিনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘মেঘমল্লার’। মফস্বল শহরের সরকারি কলেজের রসায়নের শিক্ষক নূরুল হুদা (শহীদুজ্জামান সেলিম)। স্ত্রী আসমা  (অপর্ণা ঘোষ)ও পাঁচ বছরের কন্যাসন্তান সূধাকে নিয়ে তার সংসার। আসমার ছোট ভাই মিন্টুও (অদিতি মাহমুদ) থাকে তাদের সঙ্গে। কাউকে কিছু না বলে মিন্টু মুক্তিযুদ্ধে চলে যায়। এদিকে নূরুল হুদা পাকিস্তানপন্থী শিক্ষকদের সঙ্গে তাল মিলিয়ে চলেন।

ঘোর বর্ষণের এক রাতে মুক্তিযোদ্ধারা কলেজে ও পাশের আর্মি ক্যাম্পে আক্রমণ করে। কোনো কারণ ছাড়াই পাকিস্তানি আর্মি নূরুল হুদা এবং তার বন্ধু আব্দুস সাত্তারকে ধরে নিয়ে যায়। বৃষ্টির মধ্যে যাওয়ার সময় আসমা তাকে মিন্টুর ফেলে যাওয়া রেইনকোটটি পরিয়ে দেয়। পাকিস্তানী আর্মির সামনে নুরুল হুদা প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে, তিনি একজন শিক্ষক মাত্র। নির্যাতিত নূরুল একসময় নিজেকে মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করে। গল্পটি লিখেছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। সেই উপন্যাসের নাম ‘রেইনকোট’। উপন্যাসটির পর্দানাম দেওয়া হয়েছে ‘মেঘমল্লার’।

‘মেঘমল্লার’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কানাডার টরন্টোতে, ৪০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি দি ফিউচার অব ওয়ার্ল্ড সিনেমা বিভাগে। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমন্ত্রণ পেয়েছে ‘মেঘমল্লার’।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।