উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা হীরালাল সেন (১৮৬৬—১৯১৭)। ভারতের প্রথম রাজনীতিক ছবিও তিনিই বানিয়েছিলেন।
আয়োজকরা জানান, এবারের বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক নাদির জুনাইদ। বক্তৃতার বিষয় ‘চলচ্চিত্রে প্রতিবাদ এবং নির্মাণশৈলীর নতুনত্ব: বাংলাদেশের রাজনৈতিক চলচ্চিত্র’। ১০ অক্টোবর বিকেল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স কক্ষে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্র সংসদকর্মী মাহবুব জামিল ও চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। সঞ্চালনা করবেন বেলায়াত হোসেন মামুন, সভাপতিত্ব করবেন মুনিরা মোরশেদ।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
এসও