ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনিদ্রায় ভোগেন শহীদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
অনিদ্রায় ভোগেন শহীদ শহীদ কাপুর

পঞ্চাশ দশকের জনপ্রিয় গান ‘নিন্দ না মুঝকো আয়ে’ গানের রিমিক্স সংস্করণ তৈরি হয়েছে শহীদ কাপুরের নতুন ছবি ‘শানদার’-এর জন্য। এর ভিডিও প্রকাশের সময় বলিউডের এই অভিনেতা জানান, বাস্তবে অনিদ্রায় ভোগেন তিনি।

তখন বন্ধুরা পাশে থাকলে তার ভালো সময় কাটে।

১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোস্ট বক্স ট্রিপল নাইন’ ছবিতে ছিলো কালজয়ী গানটি। এটি গেয়েছিলেন হেমন্ত কুমার ও লতা মঙ্গেশকর। নতুন সংগীতায়োজন করেছেন অমিত ত্রিবেদি। আর গেয়েছেন সিদ্ধার্থ বাসরুর ও সাবা আজাদ।

মুম্বাইয়ের এক কফি শপে গত ৮ অক্টোবর রাতে উন্মুক্ত হয়েছে এর রিমিক্স সংস্করণ। এখানে শহীদ বলেন, ‘চার-পাঁচ বছর আগেও মানুষ জানতো না অনিদ্রা কী। এখন কিন্তু এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বড় শহরগুলোতে। আমিও অনিদ্রায় ভুগি। তখন গভীর রাতে বন্ধুদের সঙ্গে আড্ডায় ডুবে থাকি, যারা আমার মতো একই সমস্যায় ভুগছে। ’ 

বিকাশ বল পরিচালিত ‘শানদার’-এর গল্পও অনিদ্রায় ভোগা দুটি মানুষকে ঘিরে। সারারাত তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আলাপ করে। এতে শহীদের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট। গল্পে শহীদ অভিনীত চরিত্রটি ভূতে ভয় পায়। কিন্তু আলিয়ার কাছে রাতই সেরা সময়। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ অক্টোবর।

* ‘নিন্দ না মুঝকো আয়ে’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।