আলমাস আলী আর বেহালা বাজাবেন না। সৃষ্টি করবেন না সংগীত।
দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। এক দু’মাস আগেও বেহালা বাজিয়েছেন আলমাস। এমনকি কেমোথেরাপি আর রেডিওথেরাপি নেওয়ার পরও সংগীতের টানকে উপেক্ষা করতে পারেননি। যখন যেখানে ডাক পেয়েছেন, বাজাতে ছুটে গেছেন!
আলমাস আলীর অসুস্থতার শুরু গত বছরের ডিসেম্বরে। ১৮ ডিসেম্বর বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেহালা বাজাতে উঠেছিলেন তিনি। মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর নেওয়া হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালে।
মৃত্যুর আগে কথা বলার শক্তি হারিয়েছিলেন আলমাস আলী। দাঁড়াতে-বসতে পারতেন না। গত ৮ সেপ্টেম্বর থেকে কেরানীগঞ্জের নিজের বাড়িতেই ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
কেবিএন/জেএইচ