মঞ্চনাটক থেকে নয়, টিভি অভিনেত্রী মেহরিন ইসলাম নিশা অভিনয়ে এসেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে। তবে মঞ্চে উঠে, হলভর্তি দর্শকদের সামনে দাঁড়িয়ে, অভিনয় করার স্বাদ ঠিকই পেতে চলেছেন তিনি।
নীলফামারী জেলা শহরই গল্পের প্রেক্ষাপট। সেখানকার থিয়েটার। একঝাঁক অভিনয়শিল্পী। অভিনয় যাদের নেশা, অভিনয়েই যারা বাঁচে। তাদের সংকট নিয়েই টেলিছবিটির গল্প, জানাচ্ছিলেন এর নির্মাতা উৎপল সর্বজ্ঞ। বাংলানিউজকে তিনি বললেন, ‘যে জায়গাটায় নাট্যপাড়া গড়ে উঠেছে। সেখানে কিছু দল মহড়া করে, নাটকের প্রদর্শনী হয়। সেখানটার ১০ বছরের খাজনা বকেয়া পড়ে গেছে। নিলামে উঠেছে। যে কোনোভাবেই হোক খাজনা পরিশোধ করতে হবে। মঞ্চকর্মীরা উঠে পড়ে লাগে। শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যায় টাকার জন্য। কেউ কেউ দেয়। বাকিটা নাটক প্রদর্শনী করেই যোগাড় করতে হবে- মঞ্চকর্মীরা সিদ্ধান্ত নেয়। নিশার চরিত্রটি সে দলেরই একজন।
নীলফামারীতেই হবে দৃশ্যধারণ। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে দৃশ্যধারণ চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। উৎপল জানাচ্ছিলেন, সেখানকার প্রায় ৫০০ জন নাট্যকর্মী থাকবেন এ টেলিছবিতে। এটাও জানালেন, নীলফামারী জেলা শহরে এবারই প্রথম কোনো নাটক-সিনেমার দৃশ্যধারণ হতে যাচ্ছে।
টেলিছবি ‘নীলফামারী থিয়েটার’-এ আরও অভিনয় করবেন কচি খন্দকার, প্রণব সরকার অপু, আলভী প্রমুখ। চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
কেবিএন/জেএইচ