আবৃত্তির মধ্য দিয়েই বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন, দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে, তৈরি করেছেন প্রতিবাদের ভাষা। আবৃত্তিতে তৈরি করেছেন নিজস্ব ঢঙ।
জন্মদিনেও আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা। তার ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে 'শিমুল জয়ন্তী'। আজ শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে (লিফটের ৪) বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠানটি। সবার জন্য উন্মুক্ত।
শিমুল মুস্তাফার জন্ম ঢাকায়। বেড়ে উঠেছেন এই শহরেই। প্রয়াত খান মোহম্মদ গোলাম মুস্তাফা ও আফরোজ মুস্তাফা দম্পতির এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় থেকেই আবৃত্তি তার নেশা হয়ে যায় । আশির দশকের গোড়ার দিকে জড়িয়ে পড়েন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এরপর কেটেছে দীর্ঘ তিন দশক। তার সেই নির্ভীক বলিষ্ঠ কণ্ঠস্বর আজও মানুষকে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করে।
এ পর্যন্ত বিভিন্ন প্রকাশনা থেকে শিমুল মুস্তাফার ৪০টির মতো আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়েছে। দেশের বাইরেও পেয়েছেন খ্যাতি। এ ছাড়া তিনি আবৃত্তি প্রশিক্ষক ও সংগঠক হিসেবে কাজ করে থাকেন।
বাংলাদেশ সময় : ০০১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জেএইচ