ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত সব অনুষ্ঠানই এখন থেকে দেখা যাবে থার্ডবেল-এ। সম্প্রতি এমন চুক্তিস্বাক্ষর হয়েছে ইমপ্রেস ও অনলাইন বিনোদন পোর্টাল থার্ডবেল ডটকমের মধ্যে।
থার্ডবেলের ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা আদনান ফারুক হিল্লোল বলছিলেন, ‘আগামী পাঁচ বছর তো অবশ্যই। বিগত দিনে ইমপ্রেসের সব কাজই আমরা গ্রহণযোগ্যতার ভিত্তিতে থার্ডবেলে নিয়ে আসবো। অনলাইনেই দর্শকরা নতুন-পুরনো অনুষ্ঠান দেখতে পারবেন। ’
জানা গেছে, দেখা যাবে ইমপ্রেসের চলচ্চিত্রগুলোও। চ্যানেল আইয়ে প্রচারের পরই এগুলো অনলাইনে উপভোগের ব্যবস্থা থাকবে পোর্টালটিতে। শুধু এটাই নয়, ইমপ্রেস টেলিফিল্মের উপাদান বিশ্বব্যাপী ডিজিটাল বিতরণের অধিকার পাবে থার্ডবেল। দর্শকরা তাদের নিজেদের ইচ্ছেমতো সময়ে থার্ডবেল ডটকমে ঢুকে নাটক-চলচ্চিত্রসহ সব অনুষ্ঠান দেখতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
কেবিএন/জেএইচ