ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই কোটি টাকা সরকারি বরাদ্দ চান কবরী

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
দুই কোটি টাকা সরকারি বরাদ্দ চান কবরী কবরী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরী তার নতুন চলচ্চিত্রের জন্য দুই কোটি টাকা সরকারি বরাদ্দ চান। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘আমি চলচ্চিত্র শিল্পকে ৪০-৫০ বছর ধরে অনেক কিছু দিয়েছি।

এখন আমি একটা সিনেমা বানাতে গিয়ে সহযোগিতা পাচ্ছি না। ’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সরকারি অনুদানের ছবি কারা পাচ্ছে?’

কবরী জানান, ‘আয়না’ চলচ্চিত্রটি নির্মাণ করে তিনি সর্বমহলে প্রশংসা পেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ছবি পরিচালনার প্রি-প্রডাকশনও শুরু করেছেন। ‘এই তুমি সেই তুমি’ নামের ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে ওপার বাংলার সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শংকরের। দেশের শিল্পীদের তালিকায় আছেন সোহেল রানা, আলমগীর, কবরী ও আরিফিন শুভ। ছবিটিতে তিনি দুটি ভিন্ন প্রজন্মের গল্প বলবেন। প্রাসঙ্গিকভাবেই উঠে আসবে মুক্তিযুদ্ধ। আগামী ডিসেম্বরে এর ‍দৃশ্যধারণ শুরু করার কথা।

কবরী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই ভালো চলচ্চিত্র তৈরির কথা বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বলেন। আমি তো তেমনই একটি ছবি তৈরি করছি। আমি অনুরোধ করবো, তথ্য মন্ত্রণালয় যেন আমার এই ছবিটাতে দুই কোটি টাকা বরাদ্দ দেয়। তারা চাইলেই এটা পারেন। আমি চলচ্চিত্র শিল্পের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। দেশের জন্য যে ছবিটি তৈরি করছি আমি চাই সেটাতে তারা সহযোগিতা করুন। ’

এ প্রসঙ্গে কবরীকে প্রশ্ন করা হয়, ছবিতে সরকারি সহযোগিতা পাওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে যোগাযোগ করতে হয়, সেটার একটা নিয়ম রয়েছে। জবাবে তিনি বলেন, ‘কিসের সিস্টেম? আমি তো যোগাযোগ করেও অনুদান পাইনি! আমাকে ‘হাত পা বাধা’র অজুহাত দেখানো হয়েছে। কাজেই এসব কোনো কথা নয়। ’

কবরী যুক্ত করলেন অন্য প্রসঙ্গও। তিনি বলেন, ‘এই তো কালকে, আমাকে জুরি বোর্ডের সদস্য হওয়ার জন্য প্রাথমিকভাবে বলা হয়েছে। এর আগে এর প্রজ্ঞাপনে এটা বলা হয়েছে যে, দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে উপরমহল থেকে। এ নিয়ে এফডিসিতে তুলকালাম কাণ্ড চলছে। ’ একটু চুপ থেকে কবরী হাসতে হাসতে বলেন, ‘তাই যদি হবে, তাহলে জুরি বোর্ডের দরকার কী? আমি ওখানে কী করবো?’
 
কবরীর সঙ্গে কথা শুরু হয়েছিলো চাষী নজরুল ইসলাম প্রসঙ্গে। সদ্যপ্রয়াত বরেণ্য ওই নির্মাতার ৭৫তম জন্মদিন পালন করা হয় এফডিসিতে। সেই অনুষ্ঠানে ছিলেন কবরী। চাষী অনেক ছবি নির্মাণ করলেও কবরীর সঙ্গে তার কাজ একটিই- ‘দেবদাস’।
 
প্রয়াত নির্মাতাকে নিয়ে কবরী বলেন, ‘কাজের বাইরে চাষীর সঙ্গে আমার বন্ধুত্বটাই মুখ্য ছিলো। আমাদের রাজনৈতিক মতাদর্শ পৃথক হলেও সম্পর্কটা ছিলো স্বার্থের উর্ধ্বে। তার মতো উদার চিন্তা-চেতনার মানুষ কমই হয়। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।