বাংলা লোকসঙ্গীতের অন্যতম প্রধান গায়ক আব্বাস উদ্দীন আহমদ। ১৯০১ সালের ২৭ অক্টোবর ভারতের কোচবিহার রাজ্যের বলরামপুরে জন্মগ্রহণ করেন তিনি।
এর নাম ‘বটবৃক্ষের ছায়া’। বৈঠকী গান, স্মৃতিচারণ আর প্রতিবেদন নিয়ে সাজানো এ অনুষ্ঠানে গাইবেন ফেরদৌসী রহমান ও ড. নাশিদ কামাল। এ ছাড়াও থাকছে মোস্তাফিজুর রহমান, সালমা মোস্তাফিজ, সাহস মোস্তাফিজ এবং সম্মেলক দলের পরিবেশনায় গান।
গাওয়ার পাশাপাশি অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন ড. নাশিদ কামাল। ‘বটবৃক্ষের ছায়া’ প্রচার হবে ২৭ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে, এটিএন বাংলার পর্দায়।
বাংলাদেশ সময় : ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জেএইচ