ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিলন মাহমুদের রেস্তোরাঁর জন্য থিম সং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
মিলন মাহমুদের রেস্তোরাঁর জন্য থিম সং মিলন মাহমুদ

রেস্তোরাঁর জন্য থিম সং! বিষয়টা অনেকের কাছেই নতুন। সংগীতশিল্পী মিলন মাহমুদ এই নতুনত্বই আনতে চেয়েছেন।

নিজে রেস্তোরাঁ খুলে এর জন্য গানও বেঁধেছেন তিনি। নাম ‘হ্যান্ডশেক’।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মিলন মাহমুদ বাংলানিউজকে বলেন, ‘আগামী মাসের শুরুতে উত্তরায় চালু করছি রেস্তোরাঁটি। আমার সঙ্গে আছেন স্থপতি আলমাস আহমেদ জায়েদ। একটা থিম সংয়ের মাধ্যমে আমরা ইতিমধ্যে লোগো উন্মোচন করেছি। ’

মিলন জানান, নিজের লেখা ও সুরে থিম সংটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। দুই মিনিট ব্যাপ্তির ইংরেজি ভাষার ‘ওয়েলকাম হ্যান্ডশেক রেস্টুরেন্ট’ শিরোনামের গানটি একটি এফএম রেডিওতে প্রচারের জন্য দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রেস্তোরাঁটি উদ্বোধন করা হবে শিগগিরই। এখন চলছে সেই প্রস্তুতি।  

জানা যায়- থাই, চাইনিজ, কন্টিনেন্টাল আর ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে মিলনের ‘হ্যান্ডশেক’-এ। হিন্দি টপ টেন নাম্বার নয়, ইংরেজি ভাষার ক্ল্যাসিক গানগুলো বাজবে এখানে। পাশাপাশি থাকবে বাংলা গান। উত্তরার ৪ নম্বর সেক্টরের শাহজালাল এভিনিউয়ের ৩০ নম্বর বাড়িতে খোলা হয়েছে ‘হ্যান্ডশেক’।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।