ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বিউটি সার্কাস’-এ লিডার মামুনুর রশীদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
‘বিউটি সার্কাস’-এ লিডার মামুনুর রশীদ

এগুচ্ছে ‘বিউটি সার্কাস’। চিত্রনাট্য, লোকেশন নির্বাচনের ধাপ পেরিয়ে ইউনিট এখন মন দিচ্ছে কাস্টিং ও শুটিংয়ের আয়োজনে।

ইতোমধ্যেই জানাজানি হয়ে গেছে, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান অভিনয় করবেন। আজ বিকেলে ‘বিউটি সার্কাস’-এর নির্মাতা মাহমুদ দিদার বাংলানিউজকে জানালেন, মামুনুর রশীদও থাকবেন এতে।

ছবিতে মামুনুর রশীদ একজন নেতা। জনমুখী রাজনীতি করেন। গতকাল (৩০ অক্টোবর) দিনব্যাপী তিনি ছিলেন ‘বিউটি সার্কাস’ টিমের সঙ্গে। নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। বলেছেন সংকট-সম্ভাবনার কথাও।

দিদার বলছেন, ‘দুই বাংলায় তার কাজ করার অভিজ্ঞতা, বর্তমানে বাংলা চলচ্চিত্রের অবস্থান, সংকট, আমাদেরকে কীভাবে এগিয়ে যাওয়া উচিত- এসব বিষয় নিয়ে তার জায়গা থেকে বেশকিছু কথা বলেছেন। টিপস দিয়েছেন আমাদেরকে। ’ শুধু তিনি নয়, পরিচালক জানিয়েছেন, ‘আগামীতে কবরী, অনিমেষ আইচ, অমিতাভ রেজা- তাদেরকেও আমরা ডাকবো। অনুরোধ করবো আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। টেকনিক্যাল পারসনরাও আসবেন। সবাই এসে আমার ছেলেগুলোকে (বিউটি সার্কাসের টিম) একটু দিকনির্দেশনা দেবেন। শুটিংয়ের আগ পর্যন্ত এটা চলতে থাকবে। ’

আগামী বছরের জানুয়ারির মধ্য অথবা শেষভাগে আনুষ্ঠানিকভাবে দৃশ্যধারণ শুরু হবে ‘বিউটি সার্কাস’-এর। কাজ হবে নেত্রকোণার সোমেশ্বরী নদীর তীর, শেরপুরের গজনী, সিরাজগঞ্জ, কাপ্তাইয়ের কর্ণফুলি মাঠ- এসব জায়গায়।

সরকারি অনুদান পাওয়া এ ছবিটির কাহিনী একটি সার্কাসের দলকে ঘিরে। সার্কাসের ঝুঁকিপূর্ণ খেলা, সার্কাসপ্রেমী মানুষ, সামাজিক বাধা, খেলোয়াড়দের জীবন-সংগ্রাম উঠে আসবে গল্পে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।