‘ব্ল্যাক’ ছবির প্রথম গানটি প্রকাশের পর থেকে প্রশংসা পাচ্ছেন মিম। খুব অল্প সময়ের মধ্যে ভালো সাড়া পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
গানের নাম ‘হালকা হালকা’, সেখানে নাচের মুদ্রা নিয়ে হাজির হয়েছেন মিম। গানের চরিত্র বুঝেই নেচেছেন এই লাক্স তারকা। ইউটিউবে মিমের চ্যানেলের চারদিনেই গানটি দেখা হয়েছে প্রায় এক লাখ বিশ হাজার বার।
এর আগে ২৭ অক্টোবর ইউটিউবে উন্মুক্ত হয় ‘ব্ল্যাক’-এর প্রথম টিজার। পুরো ট্রেলার আসার আগে প্রকাশ পেলো প্রথম গান। ‘হালকা হালকা’য় মিম হাজির হয়েছেন নজরকাড়া পোশাক ও অভিব্যক্তিতে, সঙ্গে আছেন ওপারের সোহম।
আগামী মাসে কালীপূজায় দুই বাংলায় মুক্তি পাবে ছবিটি। এটি পরিবেশনার দায়িত্বে থাকছে বলিউডের বড় সংস্থা ভায়াকম এইটিন মোশন পিকচার্স। ঢাকায় ছবিটি মুক্তি দেবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।
* ‘হালকা হালকা’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসও/জেএইচ