ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এ আর রহমানের স্টুডিওর অজানা গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এ আর রহমানের স্টুডিওর অজানা গল্প এ আর রহমান

এ আর রহমানের নাম বললেই চলে আসে গীতিকার মাধান কারকির নাম। দু’জনের যুগলবন্দিতে তৈরি হয়েছে অনেক গান।

তারা এখন একসঙ্গে কাজ করছেন ‘সুরিয়া টোয়েন্টিফোর’ ছবিতে। নিজেদের কাজ করার একটি মুগ্ধকর মুহূর্ত স্মরণ করেছেন মাধান।  

একদিন এ আর রহমান পিয়ানোতে একটি সুর তোলার চেষ্টা করছিলেন। সেই সুরের সঙ্গে মিলিয়ে কথা লেখার চেষ্টা করছিলেন মাধান। তিনি তামিল ভাষায় লেখেন- ‘উন্ধান আজাগিল ইরাইভানাই কানকিরায়েন’। এর বাংলা করলে দাঁড়ায়- ‘তোমার সৌন্দর্যে আমি ঈশ্বরকে দেখি। ’ গীতিকার লাইনটি পড়ার সময় রহমান তাতে মগ্ন হয়ে যান।

সুর করার আগে অনুপ্রেরণা নিতে কবিতা পড়ে থাকেন রহমান। ওইদিনও ভাববাদী গ্রন্থ পড়ে সুর করতে বসেন তিনি। মাধানের লেখা লাইনটি নিয়ে উচ্ছ্বসিত হন অস্কারজয়ী এই সুরকার। এরপর দু’জনে দীর্ঘক্ষণ আড্ডা দেন। কীভাবে ভাবনা গানে রূপান্তর হয় এবং শব্দে রূপ নেয় সংগীত।

দুঃখজনক ব্যাপার হলো, ছবির বিষয়বস্তুর সঙ্গে খাপ না খাওয়ার কারণে এই গান রাখা হয়নি। এখন তারা নতুনভাবে এটি সাজাচ্ছেন।

এদিকে দক্ষিণী ছবির বাইরে বলিউডে আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ ছবির সংগীত পরিচালনা করছেন এ আর রহমান।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।