ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে ‘চোরাবালি’ ছবির শিরোনাম-গানে কণ্ঠ দেন ন্যানসি। এর কথা, সুর ও সংগীত ছিলো অনুপমের।
‘দুই বাংলার গান’ শীর্ষক ধারাবাহিক কনসার্টের প্রথম আয়োজনে থাকছে অনুপম ও ন্যানসির পরিবেশনা। এর শিরোনাম ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’।
ধারাবাহিক কনসার্টটির উদ্যোক্তা অন্তর শোবিজ। এগুলোর টিকিট অনলাইনে বিক্রি করবে সহজ ডটকম। এ উপলক্ষে উভয় পক্ষের মধ্যে চুক্তিস্বাক্ষর হবে। বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে সাকিব’স ডাইনে এই আনুষ্ঠানিকতায় থাকবেন সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির ও অন্তর শোবিজ লিমিটেডের চেয়ারম্যান স্বপন চৌধুরী। জানা গেছে, কনসার্টে গান গাইবেন পারভেজও। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ন্যানসি ও তিনি উপস্থিত থাকবেন।
‘অটোগ্রাফ’ ছবির ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পান অনুপম। এরপর কলকাতার অনেক ছবির গান লিখেছেন, গেয়েছেন ও সুর করেছেন তিনি। এ বছর সুজিত সরকারের ‘পিকু’ (অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, ইরফান খান) ছবির মাধ্যমে বলিউডে সংগীত পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার।
এদিকে ন্যানসি এখন চলচ্চিত্র ও বিজ্ঞাপনে গাওয়ার পাশাপাশি নিজের নতুন একক অ্যালবামের গান নিয়ে ভাবছেন। এটি বাজারে আনবে সাউন্ডটেক।
* ‘চোরাবালি’ ছবির শিরোনাম-গানের অডিও :
বাংলাদেশ সময় : ০২০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জেএইচ