ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনিন্দিতা কাজীর কর্মশালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
অনিন্দিতা কাজীর কর্মশালা অনিন্দিতা কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। উপস্থাপক, সংবাদ পাঠক ও বাচিকশিল্পী হিসেবে তিনি বেশ জনপ্রিয়।

তারই পরিচালনায় ঢাকায় একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। নাম ‘উপস্থাপনা ও সংবাদ পাঠ কর্মশালা’।

এর আয়োজন করেছে এক্সপ্রেস ইভেন্টস নামের একটি সংগঠন। আয়োজকরা জানান, আগামী শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হবে রাজধানীর কারওয়ান বাজারের ডেইলিস্টার ভবনের এ এস মাহমুদ হলে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার।

আগ্রহীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মশালায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা। যোগাযোগ: এরশাদুল হক, এক্সপ্রেস ইভেন্টস লিমিটেড, বাড়ি ১০-এ, রোড ২৫-এ, ব্লক এ, বনানী। ফোন: ০১৭১২ ৩১৬১৯৭, ০১৮৪১ ২২৩৩১২।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।