ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলোড়নের কনসার্ট ২৬ নভেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আলোড়নের কনসার্ট ২৬ নভেম্বর

‘অধিকার নিশ্চিতের পথে আমরাই বাংলাদেশ’ স্লোগান নিয়ে কাজ করছে অরাজনৈতিক সংগঠন স্বপ্নালোড়ন। তারা দুস্থ ও গরীব শিশুদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার কনসার্টের আয়োজন করেছে।

একই মঞ্চে গাইবে দেশের ৮টি ব্যান্ড ও দু’জন শিল্পী। আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘আলোড়নের কনসার্ট’।    

আয়োজকরা জানান, ওইদিন দুপুর থেকে টিএসসি অডিটোরিয়াম মাতাবেন শিল্পীরা। এখানে সংগীত পরিবেশন করবেন মাকসুদ ও ঢাকা, শিরোনামহীন, নেমেসিস, লীলা, বাউল এক্সপ্রেস, রেশমি ও মাটি, চিৎকার, সমগীত, কৃষ্ণকলি ও তানভীর আলম সজীব।

কনসার্ট উপভোগ করতে টিকেট সংগ্রহের অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়াও টিকেট সংগ্রহ করা যাচ্ছে রাজধানীর সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা প্রভৃতি শপিংমলে।

‘আলোড়নের কনসার্ট’ প্রসঙ্গে শিরোনামহীনের গায়ক তুহিনের বক্তব্য:


বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।