ইংরেজিতে একটি ঘোষণা এলো। তারপর মঞ্চে এলেন একজন ভিনদেশি।
রাত তখন আড়াইটা! অনেকে চলে গেছেন চেনা শিল্পীদের গান শোনার তৃপ্তি নিয়ে। এ অবস্থায়, একজন চীনা শিল্পী গাইছেন কবিগুরুর গান! অবশিষ্ট দর্শকেরা, কিছুটা চমকিত, তাই একটু নড়েচড়ে বসলেন সবাই। ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে শুক্রবার (১৩ নভেম্বর) শেষ পরিবেশনায় থাকবে চীনের ইউনান আর্ট ট্রুপ- এটুকু তথ্য জানা ছিলো অনেকের।
কিন্তু তারা যে কী কী করলো মঞ্চে, সেটা না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। এবং এই রবীন্দ্রসংগীত পরিবেশনা সেসবেরই একটি। ওই শিল্পীর পরিবেশনায় আন্তরিকতা ও দরদ ঠিক বোঝা যাচ্ছিলো। তিনি প্রাণ দিয়ে গাইছেন, এটাও স্বীকৃত। তাতে মুগ্ধ সবাই। এ কারণেই তার ‘অদ্ভুত’ বাংলা উচ্চারণ নিয়ে কেউ অতো মাথা ঘামাননি।
শারীরিক কসরত, সঙ্গে ক্ল্যাসিক্যাল সংগীতের মেলবন্ধন, ব্যতিক্রমী উপস্থাপনা- দেশ-বিদেশে এভাবেই পরিচিত ও জনপ্রিয় চীনের ইউনান আর্ট ট্রুপ। আর্মি স্টেডিয়ামের মঞ্চে প্রায় এক ঘণ্টার পরিবেশনায় তারা মুগ্ধ করেছেন অগণিত দর্শককে। বিভিন্ন রকমের শারীরিক কসরত, রশি ঘোরানো, নৃত্য, সংগীত পরিবেশনা- সবই যেন চোখে লেগে আছে। ঘুম ঘুম চোখে সবাই যখন ঘরে ফিরছে, মন তখন ভরপুর, দারুণ কিছু উপভোগের তৃপ্তিতে, এটা অনেকখানি স্বর্গীয় কিংবা অপ্রত্যাশিত…
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসও/জেএইচ