জন ডব্লিউ. হুড অস্ট্রেলিয়ার নাগরিক। বিশিষ্ট চলচ্চিত্র-সমালোচক তিনি।
বাংলাদেশের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ কতোখানি ফুটে উঠলো, কতোখানি তুলে আনা গেলো- এসব নিয়ে অনেকদিন ধরে গবেষণা করেছেন জন ডব্লিউ. হুড। সেই পর্যালোচনার নিরিখে তিনি লিখেছেন নতুন বই ‘দ্য ব্লিডিং লোটাস: নোশনস অব নেশন ইন বাংলাদেশি সিনেমা’। এটি প্রকাশ করছে নয়াদিল্লির পালিম্পসেস্ট পাবলিশার্স।
বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)। আগামী ১৬ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কলাবাগানস্থ বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের মিলনায়তনে এর মোড়ক খোলা হবে। এতে সভাপতিত্ব করবেন নির্মাতা তানভীর মোকাম্মেল। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, শামীম আখতার, মাহমুদুল হোসাইন ও ইলিয়াস কামাল রিসাত।
জন ডব্লিউ. হুড বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে বছরে দু’বার কর্মশালা পরিচালনা করান চলচ্চিত্রভাষা বিষয়ে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ