আবার ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত কবি ও চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত। রোববার (১৫ নভেম্বর) দুপুরে তার এসে পৌঁছানোর কথা।
রোববারেই ‘বাংলা চলচ্চিত্রের গতি-প্রকৃতি’ শিরোনামে একটি আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। বিকেল সাড়ে পাঁচটায় এটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (৭ম তলা)। আয়োজকরা জানান, বুদ্ধদেব দাশগুপ্ত ছাড়াও এতে উপস্থিত থাকবেন ভারতীয় চলচ্চিত্র সমালোচক প্রেমেন্দ্র মজুমদার।
এদিকে এই আয়োজন শেষে বুদ্ধদেব যাবেন রাজশাহী। সেখানে ১৮ নভেম্বর দুই বাংলার চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন তিনি। এটি অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে।
‘ফেরা’, ‘অন্ধগলি’, ‘গৃহযুদ্ধ’, ‘লাল দরজা’, ‘উত্তরা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘স্বপ্নের দিন’, ‘কালপুরুষ’, ‘জানালা’ প্রভৃতি নির্মাণ করে খ্যাতি পেয়েছেন বর্ষীয়ান নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসও/জেএইচ