‘মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দিয়ে মুহিবদের পিক-আপকে রাস্তায় ছুঁড়ে ফেললো। ’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ নিয়ে একই নামে মেহের আফরোজ শাওন চলচ্চিত্র নির্মাণ করছেন। দুর্ঘটনার এ দৃশ্যটি খুব গুরুত্বপূর্ণ গল্পে। শাওন তাই খুব সতর্ক। উপন্যাসে যদিও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আছে, কিন্তু দৃশ্যধারণ হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন তিনশ’ফুট সড়কে। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে এর কাজে অংশ নিয়েছেন রিয়াজ। আছেন ফারুক আহমেদও। রাস্তার বেশকিছু দূর পর্যন্ত ভাঙা কাঁচের টুকরো ছড়ানো। পানির ড্রাম। উল্টে রাখা পিক-আপ, মাইক্রোবাস। রাখা আছে একটা প্রভাতী বনশ্রী বাস। খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি অংশের দৃশ্যধারণ চলছে। সাজানো ‘দুর্ঘটনা’কে বাস্তব বলে বিশ্বাস করানো তো কম খাটনির নয়! গল্প অনুযায়ী, এ দৃশ্যে গল্পের মুহিব মানে রিয়াজ দুর্ঘটনার শিকার হবেন।
গত ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও রিয়াজের অসুস্থতার কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এখনও পুরো দৃশ্যধারণ শেষ হয়নি। ডাবিংয়ের কাজ সম্পন্ন হয়েছে অনেকটাই।
ছবিটিতে রিয়াজের সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি। আরও আছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ, পূজা চেরি প্রমুখ। সুর ও সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ